চট্টগ্রামে ৮ ডেঙ্গু রোগী শনাক্ত

242

চট্টগ্রামে জুলাই মাসের প্রথম ২০ দিনে চট্টগ্রামে ৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলেন—আবদুল আজিজ (৫৫), মো. ফরিদ (৪৫), মো. হাসান (৪০), মেহেদি হাসান (২৭), বিবেক ঘোষ (২৫), আশরাফুল হক (২২), নুরুল রহিম (১৯) ও মো. নাজিম (১৮)। এদের মধ্যে আবদুল আজিজ, মেহেদি হাসান ও নাজিম সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।

জুলাই আট জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম বলেন, ওই আট জনের মধ্যে তিন জন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। পাঁচ জনকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গত ১১ জুলাই চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে চসিকের চিকিৎসকদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ সর্ম্পকে জানতে চাইলে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে নগরীতে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়া ৪১টি ওয়ার্ডে মশার উৎপত্তিরোধে দীর্ঘমেয়াদি ওষুধ ছিটানো হচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here