চট্টগ্রাম অঞ্চলের সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীর সম্মাননা পেলেন ফখরুল ইসলাম খাঁন সিআইপি

702


নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম অঞ্চলের সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হওয়ায় সম্মাননা পেলেন সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যাবসায়ী, আল সুমাইয়া গ্রুপ ও বাংলাদেশের এফ আই কে প্রোপার্টিজ এর চেয়ারম্যান, মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত এর সভাপতি বিশিষ্ট দানবীর ফখরুল ইসলাম খাঁন সিআইপি।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায়, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যােগে আলোচনা সভা শেষে ২০১৭ সালের সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-পরিচালক জহিরুল আলম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, সিইপিজেড এর জেনারেল ম্যানেজার খোরশীদ আলম।
ফখরুল ইসলাম খাঁন সিআইপির পক্ষে সম্মাননা গ্রহণ করেন এফ আই কে প্রোপার্টিজ ডেভেলপমেন্ট লিঃ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী।
এছাড়া চট্টগ্রাম অঞ্চলে সর্বোচ্চ (প্রথম) রেমিটেন্স প্রেরণকারী হওয়ায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও তাকে সম্মাননা দেয়া হয়।
ফখরুল ইসলাম সিআইপি মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের মরহুম হাজ্বী শাহ আলমের পুত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here