
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি জাহিদুল আফছার জুয়েল এর উপর বিনপির কার্যালয় নসিমন ভবনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মিরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভা, মিরসরাই কলেজ,বারইয়ারহাট পৌরসভা, বারইয়ারহাট কলেজের উদ্যেগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন রুবেল,সঞ্চালনায় সাঃ সম্পাদক ফরহাদ হোসেন। এতে আরও বক্তব্য রাখেন বারইয়ারহাট কলেজ ছাত্রদল নেতা মিনহাজ উদ্দিন টিটু , মোহন দে, মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নুর উদ্দিন রাজু,মিরসরাই উপজেলা ছাত্রদল নেতা আবদুল্লাহ আল নোমান, মিরসরাই কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমরান আনোয়ার, মিরসরাই পৌর ছাত্রদল নেতা ইনজামামুল হক ইমন, আবদুল্লাহ আল ফয়সাল, ৭নং কাঁটাছড়া ছাত্রদলের আহ্বায়ক মেজবাউল আলম পারভেজ,যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ,রবিউল হোসেন,ছাত্র নেতা বাদশা, জোবায়ের,দিদার সহ ছাত্রদলের নেতৃবৃন্দ। বক্তারা উক্ত হামলার নিন্দা জানান এবং অবিলম্বে হামলাকারীদের শাস্তি দাবি করে।
