নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি নিয়ে বিরোধের জেরে ফের মুখোমুখি অবস্থান নিয়েছে ছাত্রলীগের দুই গ্রুপ।
শনিবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে মুখোমুখি অবস্থান নেয় ছাত্রলীগের বিবাদমান দুটি পক্ষ।
এদিকে, সংঘর্ষ এড়াতে ক্যাম্পাসে চার প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র জানায়, সকাল ১০টা থেকে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করে। এক গ্রুপের অনুসারী ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাস ও কলেজ রোডে অবস্থান নেয়। অন্য গ্রুপ ক্যাম্পাসের বাইরে পাল্টা অবস্থান নেয়।
বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নিয়েছে। আমরা দুই গ্রুপের মধ্যে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।
সংঘাত এড়াতে কলেজ এলাকায় চার প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে জানান ওসি আবুল কালাম আজাদ।