নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে নগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান এবং সদস্য সচিব করা হয়েছে মোস্তাক আহমদ । বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন দেন।
আবু সুফিয়ান বলেন, আগামী তিন মাসের মধ্যে চট্টগ্রাম দক্ষিণের সাত উপজেলা, পৌরসভা এবং দক্ষিণ জেলায় সম্মেলন করে কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন বিএনপির মহাসচিব।
দলীয় সূত্রে জানা গেছে, ৬১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আব্বাস ও সদস্য সচিব করা হয়েছে বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ খানকে। আবু সুফিয়ান বিগত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসন থেকে প্রার্থী হয়েছিলেন।