চট্টগ্রাম নগরীতে হল টুডে‌‌’র শুভ উদ্বোধন

29

 

নিজস্ব প্রতিবেদক

চট্রগ্রামে রুচিশীল ভোজন প্রিয়দের জন্য শুভ উদ্বোধন করা হয়েছে “হল টুডে” পার্টি সেন্টার । শুক্রবার (২৫ আগস্ট) নগরীর কৈবল্যধাম রাস্তার মাথা এ কে খান মোড়ে এন আর জে কমপ্লেক্স ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় হল টুডে শুভ উদ্বোধন উপলক্ষে (সাবেক হলি ফেইম রেস্টুরেন্ট) জমজমাট অয়োজন করা হয়। নতুন আঙ্গিকে , নতুন রুপে, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হল টুডে কমিউনিটি মেন্টারে বিয়ে ,বৌভাত , আকিকা, জন্মদিন , মিটিং, সেমিনার, সিম্পোজিয়াম, মিলাদ মাহফিল , মেজবান সহ যেকোন অনুষ্ঠানের জন্য সুব্যবস্থা রয়েছে ।
প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী রাসেদুল বারি শিবলু জানান, ভোজন বিলাসী মানুষগুলোর কথা ভেবে নতুন মাত্রা নিয়ে আসছে নতুন রেস্তোরাঁ হল টুডে । নামেই যেন খাবারের তৃপ্তির কথা স্মরণ করিয়ে দেয় এই হল টুডে।হল টুডের বিশেষ আকর্ষণ হচ্ছে মুখরোচক বিশুদ্ধ খাবার পরিবেশন । পৃথক পৃথক মেন্যুর সাথে থাকছে আপনার পছন্দনীয় সব ধরনের খাবারের বিশাল তালিকা। নতুন আঙ্গিকে , নতুন রুপে, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কমিউনিটি হল ।
বিয়ে ,বৌভাত , আকিকা, জন্মদিন , মিটিং, সেমিনার, সিম্পোজিয়াম, মিলাদ মাহফিল , মেজবান সহ যেকোন অনুষ্ঠানের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ।
+8801979 666 999
+880195 854 4781
Email – halltodayctg@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here