নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম বন্দরের ভেতরে ট্রেইলারের ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে বন্দরের ১৩ নম্বর জেটিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু জাফর (৫৫) ভোলা জেলার তজমুদ্দিন এলাকার আলতাফ উর রহমানের ছেলে। তিনি বেসরকারি বার্থ অপারেটর এফ কিউ খানের নিয়োগ করা শ্রমিক ছিলেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, কাজ করার সময় একটি ট্রেইলারের ধাক্কায় আবু জাফর আহত হন। তাকে প্রথমে ডক শ্রমিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলে। বেলা পৌনে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর চিকিৎসক আবু জাফরকে মৃত ঘোষণা করেন।