চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার মিরসরাইয়ের সামছুদ্দিন ছালেহ্ আহম্মদ চৌধুরী

434


মিরসরাই প্রতিনিধি


চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলার মধ্যে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার সামছুদ্দিন ছালেহ্ আহম্মদ চৌধুরী, পিপিএম (বার)। মানুষের কল্যাণে কর্মক্ষেত্রে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন, অপরাধীদের আইনের আওতায় আনা, বিভিন্ন জটিল মামলার রহস্য উদ্ঘাটন ও অপরাধ দমনে একাগ্রভাবে কাজ করে যাওয়ায় তাকে শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পদক প্রদান করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সোমবার (২০মে) মাসিক মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম, মাঠ পর্যায়ে পুলিশিং কার্যক্রম এর গতিশীলতা আনয়নের লক্ষ্যে রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার সামছুদ্দিন ছালেহ্ আহম্মদ চৌধুরীর হাতে এ পদক তুলে দেন।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) মোহাম্মদ আবুল ফয়েজ,, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, পিপিএম সহ চট্টগ্রাম রেঞ্জের সব পুলিশ সুপার। ইতোপূর্বে সামছুদ্দিন ছালেহ্ আহম্মদ চৌধুরী ২০১৭ সালেও ঢাকায় রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here