চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি জাহিদুল কবির শ্রেষ্ঠ থানা মিরসরাই

293

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে মিরসরাই থানা ও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন একই অফিসার ইনচার্জ জাহিদুল কবির। বুধবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রাম রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে ক্রেষ্ট ও সার্টিফিকেট তুলে দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খোন্দকার গোলাম ফারুক। এ সময় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ও চট্টগ্রাম জেলার পুলিশ সুপারসহ চট্টগ্রাম রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারগন উপস্থিত ছিলেন। জানা গেছে, এক বছরের কার্যক্রমের ভিত্তিতে এই পুরস্কার দেয়া হয়। জাহিদুল কবির ২০১৮ সালের ৯ মে মিরসরাই থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি জোরারগঞ্জ থানায় কর্মরত থাকা অবস্থায়ও শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছিলেন। ছবির ক্যাপসনঃচট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খোন্দকার গোলাম ফারুকের কাছ থেকে শ্রেষ্ঠ ওসির ক্রেষ্ট গ্রহণ করছেন মিরসরাই থানার ওসি জাহিদুল কবির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here