চট্টগ্রাম সিটি করপোরেশনে দুদকের অভিযান

226

নিজস্ব প্রতিবেদক

ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু অনিয়মের অভিযোগ তদন্তে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন দফতরে অভিযান পরিচালনা করছে দুর্ণীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ পরিচালক লুৎফুল কবির চন্দনের নের্তৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে।

আজ বুধবার সকালে দুদকের অভিযানিক টিম প্রথমে চসিকের নগর ভবনের রাজস্ব বিভাগে এবং দুপুর ১২টার পরে নিউ মার্কেট এলাকায় চসিকের রাজস্ব সার্কেল ৪ এ অভিযান শুরু করে। অভিযান এখনো চলছে।

অভিযানে সাধারণ ব্যবসায়িদের কাছ থেকে ট্রেড লাইসেন্সে অতিরিক্ত টাকা আদায়, ট্রেড লাইসেন্সের সংকট সৃষ্টি, গ্রাহকদের কাছ থেকে আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ঠিকমত প্রদান না করাসহ বেশ কিছু অনিয়মের অভিযোগ নিয়েই চসিকের বিভিন্ন রাজস্ব সার্কেলে দুদক টিম অভিযান পরিচালনা করছে বলে সুত্র জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here