চট্টগ্রাম-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা সামছুদ্দিন

317


মিরসরাই প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ইসলামী আন্দোলনের মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব মাওলানা সামছুদ্দিন। গত রবিবার নেতা-কর্মীদের সাথে দলীয় মনোনয়নপত্র জমা দেন তিনি।
মাওলানা সামছুদ্দিন মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের হাজি আবদুল হাই সওদাগর বাড়ীতে জন্ম গ্রহণ করে। তিনি জামিয়া ইসলামীয়া পটিয়া মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস (মাষ্টার্স) পাশ করেন। বর্তমানে সৌদি আরবের জেদ্দায় একটি মসজিদের ইমাম ও পাশাপাশি ব্যবসার সাথে জড়িত রয়েছে। তিনি ইসলামী আন্দোলন সৌদি আরব জেদ্দা শাখার সহ সভাপতি ও ইসলামী আন্দোলন মিরসরাইর শাখার প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক।
নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে তিনি দেশে রয়েছেন এবং হাত পাখা মার্কায় ভোট চেয়ে উপজেলার বিভিন্ন গ্রামে গনসংযোগ করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here