মিরসরাই প্রতিনিধি
মহামারি করোনাভাইরাসে প্রতিরোধে অঘোষিত লকডাউনে কর্মহীন পড়েছে অনেক চাকরীজীবি, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি মানুষ। পরিবার নিয়ে এখন তাদের চলতে কষ্ট হচ্ছে। তার উপর বাসাভাড়া নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়, ঠিক সে সময়ে এমন ২৪জন ভাড়াটিয়ার এক মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন জমজম সুইটস এন্ড বেকস্ লিঃ এর চেয়ারম্যান ও কুয়েত প্রবাসী আবুল খায়ের সেলিম। চট্টগ্রাম নগরীর একেখাঁনের আবদুল আলী নগরে অবস্থিত তার রিজিয়া ম্যানসন ও আল-কুরাইশী নামক ২টি ৬তলা ভবনের সকল (২৪জন) ফাটের ১ মাসের ভাড়া ২ লাখ ৫০ হাজার টাকা মওকুফ করে দিয়েছেন। এছাড়া তিনি মিরসরাইয়ে ৩৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে গত ২১ এপ্রিল উপজেলার ধুম ইউনিয়নের শান্তিরহাট, উত্তর ধুম ও গণকছড়া এলাকার গরীব অসহায়দের মাঝে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
প্রবাসী আবুল খায়ের সেলিম জানান, সারাবিশে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া এলাকার নিম্নবিত্ত ও হতদরিদ্র পরিবারগুলো খুব কষ্টে দিনযাপন করছে। মানবিক কারণে পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। চট্টগ্রাম শহরের একে খান আবদুল আলী নগরে আমার রিজিয়া ম্যানসন ও আল-কুরাইশী নামক ২টি ৬তলা ভবনের সকল (২৪জন) ফাটের ১ মাসের ভাড়া মওকুফ করে দিয়েছি।