
নিজস্ব প্রতিনিধি
রাজধানীর কারওয়ান বাজারে হাতি নিয়ে সাধারণ মানুষ ও দোকান থেকে টাকা তোলার সময় দু’টি হাতিসহ দুইজন মাহুতকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শুক্রবার (৩ মে) বিকেল ৪ টার দিকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে হাতিসহ তাদের আটক করা হয়।
জনগণকে হয়রানি ও ভয় দেখিয়ে টাকা নেওয়া ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
সারওয়ার আলম বলেন, চাঁদাবাজির অভিযোগে দুই মাহুতকে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি বণ্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী হাতি দু’টিকে উদ্ধার করে চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।
