
ক্রীড়া ডেস্ক..
জেদ্দায় প্রীতি ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিল ও আর্জেন্টিনা। সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৭টায় ম্যাচটি শুরু হবে। প্রীতি ম্যাচ হলেও টানটান উত্তেজনা বিরাজ করছে দুই দলেই।
স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। তবে দলে নেই অভিজ্ঞ লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, অ্যাঞ্জেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরোরা। নেয়া হয়েছে কিছু নতুন মুখ।
আছেন পাওলো দিবালা, মাউরো ইকার্দি ও অ্যাঞ্জেল কোরেয়া। আর গোলরক্ষকের দায়িত্বে আছেন সার্জিও রোমেরো।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : রোমেরো, সারাভিয়া, পেজ্জেল্লা, ওতামেন্দি, ত্যাগলিয়াফিকো, পারদেস, বাত্তাগলিয়া, লো সেলসো, দিবালা, ইকার্দি ও কোরেয়া।
