চীনে জলাতঙ্ক রোগের টিকা উৎপাদন ও এর নিরাপত্তা নিয়ে জনমনে আতঙ্ক বাড়তে থাকায় ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে সরকার।
গত সপ্তাহে চীনের স্টেট ড্রাগ অ্যাডমিন্সট্রেশন (এসডিএ) দেশটির টিকা উৎপাদনকারী কোম্পানি চ্যাংশেং বায়োটেকনোলজির জলাতঙ্কের টিকা উৎপাদন তথ্যে বড় ধরনের গরমিল খুঁজে পায়।
কোম্পানি পণ্য উৎপাদন তথ্য ও পণ্য পরিদর্শন তথ্য পরিবর্তন করেছে বলেও অভিযোগ ওঠে।
এর পরপরই চ্যাংশেং বায়োটেকনোলজি কর্তৃপক্ষ দ্রুত তাদের জলাতঙ্কের টিকা উৎপাদন বন্ধ করে দেয় এবং বিক্রি হওয়া টিকা ফেরত আনার নির্দেশ দেয়।
যদিও জলাতঙ্কের টিকা গ্রহণে কারো অসুস্থ হয়ে পড়ার কোনো খবর এখনো প্রকাশ পায়নি। তবে এই কেলেঙ্কারি চীন জুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।
দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে জনগণ তাদের আতঙ্কের কথা জানায়। একজন লেখেন, “দেশজুড়ে হাজার হাজার মা উদ্বিগ্ন। দুই লাখের বেশি শিশু এ ঘটনার শিকার হতে পারে। আমি এ কোন ধরনের সমাজে বসবাস করছি?”
অন্য একজন লেখেন, “আগামী মাসে আমার ছেলেকে টিকা দেওয়ার কথা। আমি বুঝতে পারছি না তাকে টিকা দেব নাকি দেব না।”
এ কেলেঙ্কারি প্রকাশের পর চ্যাংশেং কোম্পানির শেয়ারের দাম ১০ শতাংশ পড়ে যাওয়ায় সোমবার কর্তৃপক্ষ শেয়ার কেনাবেচা স্থগিত রেখেছে।
চীনর প্রধানমন্ত্রী লি খাখিয়াং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বলেন, “এ ঘটনা নৈতিকতার সীমা ছাড়িয়ে গেছে।”
“আমরা অবশ্যই জনগণের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে এমন অপরাধ ও অবৈধ কর্মকাণ্ড সমূলে উৎপাটন করব। আইনলঙ্ঘনকারীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।”