ছাগলনাইয়ায় মাদরাসা শিক্ষকের ঘরে আগুন দিল দুর্বৃত্তরা

114

নিজস্ব প্রতিনিধি
ছাগলনাইয়া উপজেলার আজিজিয়া মাদরাসার শিক্ষক আবদুল মান্নান মজুমদারের কাচারি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোর ৫টার দিকে উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারা গ্রামের মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পরিবার নিয়ে ফেনী শহরে ভাড়া বাসায় বসবাস করেন ছাগলনাইয়া আজিজিয়া মাদরাসার শিক্ষক আবদুল মান্নান মজুমদার। বাড়িতে তার চাচাত ভাই আইয়ূব খাঁনের সঙ্গে জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। মাস্টার আবদুল মান্নানের বাড়ির জায়গা বেশ কয়েকবার জবর দখল করার চেষ্টা করেছে প্রতিবেশী আইয়ূব খাঁন ও তার সহযোগীরা। জমির বিরোধকে কেন্দ্র করে থানায় ও আদালতে উভয় পক্ষই মামলা দায়ের করেন।
মাস্টার আবদুল মান্নান জানান, জায়গার বিরোধের কারণে সংঘাত সংঘর্ষ এড়াতে তিনি পরিবার নিয়ে ফেনী শহরে ভাড়া বাসায় থাকেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা তার কাচারী ঘরে আগুন দেয়। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষণে ঘরটি এবং ঘরে রাখা সকল মালামাল ভষ্মীভূত হয়ে যায়। তিনি অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তার প্রতিপক্ষ আইয়ূব খাঁন ও তার সহযোগীরা ঘরটি পুড়িয়ে দিয়েছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। আগুনে ঘর জ্বালিয়ে দেওয়ার বিষয়ে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে আইয়ূব খাঁন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমি বাড়িতে থাকিনা। অগ্নিকান্ডের বিষয়টি স্থানীয়দের মাধ্যমে শুনেছি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here