মিরসরাই প্রতিনিধি
ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য ১০ বেডের করোনা আইসোলেশন ওয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও বারইয়ারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী মহসিন আলী। তিনি বুধবার (৮ জুলাই) কর্তৃপক্ষের কাছে এই সিলিন্ডার হস্তান্তর করেছেন।
মহসিন আলী জানান, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য নির্মিত দশটি বেডের অধীনে বেশ কিছু অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন রয়েছে। সে বিষয়টি চিন্তা করে আমি ব্যক্তিগতভাবে তিনটি অক্সিজেন সিলিন্ডার যার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়েছে। যাতে করে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আক্রান্ত রোগীদের কাজে আসে। এর আগে তিনি করোনায় মারা যাওয়ার রোগীদের দাফন কাফনে নিয়োজিত মিরসরাইয়ের ‘শেষ বিদায়ের বন্ধু’ সংগঠনের তহবিলে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন। উল্লেখ্য হাজ্বী মহসিন আলী দীর্ঘদিন ধরে মিরসরাই ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন এলাকায় দান, অনুদান সহ সামাজিক কর্মকান্ড করে আসছেন।