ছাত্রদল নেতা আকবরের মৃত্যুতে নুরুল আমিন চেয়ারম্যানের শোক

230

নিজস্ব প্রতিনিধি

ট্রেনে কাটা পড়ে নিহত মিরসরাই উপজেলা ছাত্রদল নেতা মোঃ আকবরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপির দলীয় প্রার্থী নুরুল আমিন। রবিবার সকালে তাঁর জানাযার পূর্বে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

নুরুল আমিন বলেন, আমরা একজন নিবেদিত ছাত্রদল নেতাকে হারিয়েছি। যে শোক ভূলার মত নয়, তারপরও সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তিনি উপস্থিত সকলের কাছে তাঁর জন্য দোয়া কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যায় মিরসরাই উপজেলার বারইয়ারহাটে ট্রেনে কাটা পড়ে আকবর হোসেন (৩৫) নামে ছাত্রদলের সাবেক নেতা মৃত্যু হয়েছে। সে উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন। আকবর দূর্গাপুর ইউনিয়নের পূর্ব দূর্গাপুর গ্রামের গণি আহম্মদের পুত্র।

রবিবার সকাল ১০টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here