জন্মদিন পালন করেননি মির্জা ফখরুল

261

 

৭৩ বছরে পা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ছিল তার ৭২তম জন্মদিন। দলের চেয়ারপারসন কারাগারে থাকায় জন্মদিনের কোন আনুষ্ঠানিকতা পালন করেননি তিনি। ভোরে কন্যা মির্জা সামারুহের টেলিফোনে জন্মদিনে শুভেচ্ছায় ঘুম ভাঙে মির্জা ফখরুলের। এদিন সকালে উত্তরার বাসায় বেশ কিছু নেতা-কর্মী মহাসচিবকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন, তাদেরকে দোয়া করতে বলেছেন তিনি। নিজের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব। জন্মদিনের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানবজমিনকে বলেন, জন্মদিন মানে আরো একটি বছর চলে গেছে। বৃদ্ধ থেকে বৃদ্ধের পথে যাচ্ছি।

সকালে ঘুম ভাঙে আমার বড় মেয়ের টেলিফোনে। সেই প্রথম জন্মদিনের শুভেচ্ছা জানালো। আর জন্মদিন নিয়ে আমার ভাবার কোন কারণই নাই। আমি এটা পালন করি না। আমি প্রতিদিনের মতো পার্টির কাজেই ব্যস্ত ছিলাম। আজ আমাদের নেত্রী এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। নিদারুণ কষ্ট-যন্ত্রণায় আছেন তিনি। এ রকম একটা অবস্থায় জন্মদিন পালনের কি আছে।
দুই কন্যা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাহাত আরা বেগমের সংসার। ভাড়া বাসায় তারা উত্তরায় থাকেন। বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের অধ্যাপক মির্জা শামারুহ অস্ট্রেলিয়ায় স্বামী-সন্তানকে নিয়ে আছেন। সেখানে শামারুহ সিডনীর একটি বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরিয়াল ফেলো হিসেবে কাজ করছেন। ছোট মেয়ে মির্জা সাফারুহ ঢাকার ধানমন্ডির ‘স্যানি ডেল’ স্কুলে শিক্ষকতা করেন। ১৯৪৮ সালের এই দিনে ঠাকুগাঁওয়ে জন্ম নেয়া মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে অর্থনীতিতে ¯œাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে শিক্ষাগতা পেশায় যোগ দেন। তিনি ঢাকা কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। ছাত্র জীবনে মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন শাখার সভাপতি এবং এসএম হল শাখারও নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। একাত্তরের মুক্তিযুদ্ধে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি অংশগ্রহণ করেন। ১৯৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে আসেন তিনি। দলের নির্বাহী কমিটির সদস্য থেকে শুরু করে সিনিয়র যুগ্ম মহাসচিব এবং পরবর্তীতে খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ২০১১ সালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে ষষ্ঠ জাতীয় কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচিত হন মির্জা ফখরুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here