মিরসরাই প্রতিনিধি
মোহন দে সভাপতি ও অনিক দে’কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
সাংগঠনিক জেলা চট্টগ্রাম উত্তর এর কমিটি অনুমোদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব ধর ও সাধারণ সম্পাদক সীমান্ত পাল ।
কমিটির অন্য সদস্যরা হলোঃ
বাপ্পু কুমার দাশ সিঃ সহ-সভাপতি,শিমুল নাথ,জুয়েল দাশ সহ- সভাপতি,রাহুল মহাজন সিঃ যুগ্ন সম্পাদক,উজ্জ্বল চৌধুরী নোবেল,শুভ দত্ত,সুমন পালিত যুগ্ন সম্পাদক,
জনি ধর সাংগঠনিক সম্পাদক, শংকর দে সহ-সাংগঠনিক সম্পাদক, দুর্জয় দে দপ্তর সম্পাদক,রাজেশ বণিক সহ-দপ্তর সম্পাদক,আপন দত্ত চৌধুরী ছাত্র বিষয়ক সম্পাদক,সবুজ আচার্য্য প্রচার ও প্রকাশনা সম্পাদক,অর্পণ পাটোয়ারী সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, অপু দে অর্থ সম্পাদক,শুভ নাথ সহ-অর্থ সম্পাদক,উত্তম দে,রিপন নাথ,উত্তম দে সদস্য।