জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় মিরসরাইয়ে ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন মাহবুব রহমান রুহেল

232

 

নিজস্ব প্রতিনিধি

শ্রেষ্ঠ চলচিত্রের পুরস্কার পাওয়ার পর মিরসরাইয়ের মাটিতে পা রাখতে নেতা-কর্মীদের ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন মাহবুব রহমান রুহেল। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত ন-ডরাই চলচ্চিত্রের প্রযোজক হিসেবে তিনি এই পুরস্কার অর্জন করেন। রবিবার ( ২৪ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জে ফুলেল শুভেচ্ছা জানান, ১নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ও ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
১নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, আমাদের আগামী দিনের অভিভাবক রুহেল ভাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় আমরা গর্বিত। উনার মতো দক্ষ নেতৃত্ব গুনাবলী সম্পন্ন নেতা পেতে যাচ্ছি আমরা।

জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার বলেন, আমরা জানি সংস্কৃতির একটি অংশ হচ্ছে রাজনীতি। আমাদের নেতা রুহেল ভাই চলচ্চিত্রের সংকটময় সময়ে চলচ্চিত্র শিল্পকে ত্বরান্বিত করতে স্টার সিনেপ্লেক্স স্থাপন করে মানুষদেরকে চলচ্চিত্রমুখী করেছেন। বিশ্বের অনন্য পর্যটন কেন্দ্র কক্সবাজারের এক অসহায় সার্ফিং কন্যাকে নিয়ে চলচ্চিত্র ন-ডরাই প্রযোজনা করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরকম সংস্কৃতিমনা দক্ষ নেতা রুহেল ভাই আগামীর মিরসরাইয়ের কান্ডারী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here