নিজস্ব প্রতিবেদক
‘জাতীয় মুক্তিমঞ্চ’ নামে নতুন রাজনৈতিক প্রক্রিয়ার ঘোষণা দিয়েছেন ২০ দলের অন্যতম শরিক লিবারেল ডেমক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল ড. অলি আহমেদ।
বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
জাতীয় মুক্তিমঞ্চ জাতীয় সমস্যা সমাধানে কাজ করবে বলে জানিয়েছেন তিনি।
নতুন এই মঞ্চ রাজনৈতিক কোনো জোট নয় উল্লেখ করে কর্নেল অলি বলেন, দেশপ্রেমিক যে কেউ এ মঞ্চে আসতে পারবেন।
আত্মপ্রকাশের দিনে সরকারের উদ্দেশ্যে ১৮টি দাবি তুলে ধরা হয় মঞ্চের পক্ষ থেকে।
এর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং নতুন করে জাতীয় নির্বাচনের দাবি রয়েছে শুরুতে।
নতুন এই মঞ্চে জামায়াতের নেতাকর্মীরা থাকবেন কি না এমন প্রশ্নে কর্ণেল অলি বলেন, এটি রাজনৈতিক জোট নয়। এখানে দেশপ্রেমিক নাগরিকদের যারা দেশ এবং সমাজের বর্তমান অবস্থার পরিবর্তন চান তারা সবাই থাকতে পারবেন।