মিরসরাই প্রতিনিধি
আজ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। যথাযথ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে শ্রদ্ধাভরে দিবসটি পালন করছে মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিতকরী।
শোক দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও সংগঠনটি আয়োজন করে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি। শনিবার (১৫আগস্ট) হিতকরী পাঠগৃহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এবং সব শেষে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়ে।
সংগঠনটির সভাপতি নিয়াজুল ইসলাম নয়নের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য মোর্শেদ ফয়সাল, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ, যুগ্ম সম্পাদক জহির উদ্দিন রনি, সাবেক পাঠগৃহ সভাপতি শরিফুল ইসলাম ফারুকী, পাঠগৃহ সম্পাদক ইসতিয়াক চৌধুরী, অনলাইন সম্পাদক রাহাত আল জুবায়ের প্রমুখ। এসময় হিতকরীর সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।