জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহে ২০ এপ্রিল পর্যন্ত কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দেওয়া হচ্ছে বিশেষ সুবিধা

391

মিরসরাই প্রতিনিধি

জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে গত মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকে আগমী শনিবা র (২০ এপ্রিল) পর্যন্ত উত্তর চট্টগ্রামের অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান বারইয়ারহাট পৌরসভায় অবস্থিত কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষার উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।


কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, সকলের জন্য স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার জন্য আমাদের প্রতিষ্ঠান চালু করার পর থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই তৃণমূলের মানুষগুলোও সুচিকিৎসা পেয়ে থাকুক স্বল্প ব্যয়ে। তাই জাতীয় স্বাস্থ্য সেবা উপলক্ষ্যে পুরো সপ্তাহে যেন স্বল্পব্যয়ে রোগীরা যেন পরীক্ষা নিরীক্ষা করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here