জামিনে মুক্তি পেলেন মিরসরাই বিএনপির যুগ্ম আহবায়ক গাজী নিজাম

362

নিজস্ব প্রতিনিধি

দীর্ঘ ২০৩ দিন কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী নিজাম উদ্দিন। তিনি বিগত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিনের সমর্থনকারী ছিলেন। নির্বাচনের কয়েকদিন আগে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং থেকে গাজী নিজাম ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজীকে গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা পুলিশ। এরপর মিথ্যা অস্ত্র মামলা সহ একাধিক মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেন। পরে হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর বৃহস্পতিবার মুক্তি লাভ করেন গাজী নিজাম।

গাজী নিজামের মুক্তিতে চট্টগ্রাম -১ মিরসরাই আসনে বি.এন.পি’র সংসদ সদস্য প্রার্থী জনাব নুরুল আমিন, চট্টগ্রামস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম, মিরসরাই উপজেলা যুবদল, ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here