মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে মোশারফ হোসেন সভাপতি ও কামরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার ( ২৫ সেপ্টেম্বর) বিকেলে মস্তাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রথম অধিবেশনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকসুদ আহম্মদ চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক প্রসার কান্তি বড়ুয়া, আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন দিদার, রেজাউল করিম মাষ্টার, আনোয়ার হোসেন ইমন, মজিবুল হক মেম্বার, শহীদ উদ্দিন চৌধুরী, নুর মোহাম্মদ সেলিম প্রমুখ।