জোরারগঞ্জ থানার উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

258

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) খাঁন সিটি সেন্টারে উৎসবমুখর ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়। কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও মোনাজাতের মধ্য দিয়ে মিরসরাই উপজেলার বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসানের সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আতাউর রহমান, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী,বারইয়াহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, উপজেলা কৃষি সম্পদ কর্মকর্তা বুলবুল আহমেদ,উপজেলা নির্বাচন কর্মকর্তা রাকিবুজ্বামান রেনু, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল কান্তি পোদ্দার, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, কাটাছড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, হিঙ্গুলী ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন হারুন, ধুম ইউনিয়নের চেয়ারম্যান আবুল মোঃ জাহাঙ্গীর ভুঁইয়া, মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান এমরান উদ্দিন, ওয়াহেদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, ওছমানপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজুল হক, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম, বারইয়ারহাট পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, করেরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক কামরুল হোসেন, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হোসেন তপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল, প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাগন, রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here