মিরসরাই প্রতিনিধি :::
চট্টগ্রাম উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার মশিউদৌলা রেজা বলেন, মাদক ব্যবসায়ীদের ছাড় নেই। মাদক ব্যবসায়ী যে দলেই হোক কোন ছাড় দেয়া হবে না। শুধু মাদক ব্যবসায়ী নয়। মাদক ব্যবসায়ীদের আশ্রয় প্রশয় দাতাদেরও আইনের আওতায় আনা হবে। বুধবার
জোরারগঞ্জ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসানের সভাপতিত্বে ও পরিদর্শক (তদন্ত) মোজ্জামেল হকের সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন হারুন, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মো. জাহাঙ্গীর ভূইয়া, কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম হুমায়ূন, মিরসরাই প্রেসক্লাবে সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মির প্রমুখ।
এসময় জোরারগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এলাকার ছিচকে চোরকে স্বাভাবিক জীবনে ফিরে আসায় ৫জনের মাঝে ভ্যান গাড়ি প্রদান করা হয়।