মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে জোরারগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মফিজ উদ্দিন ভূঁইয়া। গত ৫ সেপ্টেম্বর তিনি দায়িত্বগ্রহণ করেন।
এর আগে তিনি বি-বাড়িয়া জেলার সরাইল থানার অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
তার বাড়ী কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায়। জোরারগঞ্জ থানার সার্বিক আইনশৃংখলা নিয়ন্ত্রন ও মাদক সহ বিভিন্ন অপরাধ নির্মূলে সকলের সহযোগীতা কামনা করেছেন তিনি।
[acf field="title_top"]
জোরারগঞ্জ থানার নতুন ওসি মফিজ উদ্দিন ভূঁইয়া
[acf field="title_bottom"]
প্রকাশিত :
[acf field="reporter_name"]
[photo_card_and_fontsize]
[custom_ad id="2"]

