মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক মামলার আসামীসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । বুধবার (২৭ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছে উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন পারভেজ ও তার সহযোগী রাশেদ আব্বাসী। জানা গেছে, পারভেজ ও রাশেদ দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত রয়েছে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক ( এসআই) মোহাম্মদ ফারুক জানান, পুলিশের অভিযানে নিয়মিত মামলার আসামী ও মাদক সেবনকালে কয়েকজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।