টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল

296

 


অবশেষে সব জল্পনাকল্পনা অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেয়া হলো বাঁহাতি ওপেনার তামিম ইকবালকে।

ওয়ানডের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অবসর নেয়ার দুই দিনের ব্যবধানে নতুন অধিনায়কের নাম ঘোষণা দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বরিবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে কার্যনির্বাহী সভা শেষে এ ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এখন থেকে একদিনের ক্রিকেটে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল।

এর আগে জাতীয় দলের সহ-অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন এ ওপেনার।
এর আগে, গত বৃহস্পতিবার সবাইকে অবাক করে দিয়ে ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। ফলে বাধ্য হয়েই নতুন নেতৃত্ব খুঁজতে শুরু করে বিসিবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here