সীতাকুণ্ড উপজেলার নুনাছড়ার দক্ষিণ পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) সকালে কলাবাড়ীয়া রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন ওই নারী। দুর্ঘটনার খবর পেয়ে তার লাশ উদ্ধার করে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের এসআই মনজুরুল ইসলাম বলেন, ‘ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী কাটা পড়েছেন। তার মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো করা হয়েছে। এখনও তার পরিচয় পাওয়া যায়নি। লাশ শনাক্তের চেষ্টা চলছে।’