ডেঙ্গু আক্রান্ত আরেক চিকিৎসকের মৃত্যু

314

ডেঙ্গু আক্রান্ত হয়ে তানিয়া সুলতানা নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।

তানিয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুধবার ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তাকে স্থানান্তর করা হয় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে।

হাসপাতালটির তথ্য বিভাগের কর্মকর্তা মো. রাজিব সাহা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন তানিয়া সুলতানা মারা গেছেন।

ডা. তানিয়া সুলতানা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৪৭তম ব্যাচের ছাত্রী ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট-২ এর শিক্ষার্থী ছিলেন।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় থাকতেন তানিয়া।

এর আগে ২২ জুলাই রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শাহাদত হোসেন হাজরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here