ক্রীড়া প্রতিবেদক
চিটাগংয়ের জহুর আহম্মেদ স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১১ রানের জয় পেয়েছে চিটাগং ভাইকিংস। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন চিটাগং ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম। ক্যামেরুন ডেলপোর্টের (৭১) ব্যাটে ভড় করে ২০ ওভার শেষে পাঁচ উইকেট ১৭৪ রান করে চিটাগং ভাইকিংস। পরে ব্যাটিং করে ওপেনারদের ব্যার্থতায় ভুগতে হয়ে ঢাকা ডায়নামাইটসকে। অধিনায়ক সাকিব আল হাসানের দলকে জয়ের আশা দেখালেও শেষ পর্যন্ত দলের জয় তুলে নিতে পারেননি। এই জয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে ধরে রাখল চিটাগং ভাইকিংস। আর ঢাকা ডায়নামাইটসের অবস্থান চতুর্থ স্থানে।
সংক্ষিপ্ত স্কোর
চিটাগং ভাইকিংস: ১৭৪/৫(২০)।
ক্যামেরুন ডেলপোর্ট ৭১, মুশফিকুর রহিম ৪৩। আন্দ্রে রাসেল ৩/৩৮।
ঢাকা ডায়নামাইটস: ১৬৩/৯(২০) । সাকিব আল হাসান ৫৩, আন্দ্রে রাসেল ৩৯। আবু জায়েদ ৩/২৫।