ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ডাকাতির সাথে জড়িত দুই ভাই গ্রেপ্তার

323


মিরসরাই প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো মিরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক গ্রামের জসীম উদ্দিনের পুত্র সোহেল (২২) ও জাবেদ (২০)। বৃহস্পতিবার বিকেলে মিরসরাই থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির ও ওসি তদন্ত বিপুল চন্দ্র দেবনাথের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে লুট হওয়া মোবাইল ও টাকা উদ্ধার করা হয়েছে।
মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ জানান, সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারিয়া এলাকায় গাড়ি ডাকাতির ঘটনায় আটক ডাকাত দলের প্রধান মোমিনের স্বীকারোক্তী অনুযায়ী জড়িত দুই ভাই সোহেল ও জাবেদকে আটক করেছি। শুক্রবার (২৯ মার্চ) বিজ্ঞ আদালতে জবানবন্দিতে তাঁরা ডাকাতির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। এর আগেও তারা একাধিক ডাকাতির ঘটনা ঘটিয়েছে। তাদের কাছ থেকে লুট হওয়া মোবাইল সেট ও নগদ টাকা উদ্ধার করা হয়।
ছবির ক্যাপসনঃমহাসড়কে ডাকাতির ঘটনায় জড়িত মিরসরাই থানা পুলিশের হাতে আটক দুই ভাই সোহেল ও জাবেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here