সুন্দর এ পৃথিবীতে বেঁচে থাকার আকুতি মামুনের (৪০)। নিজের জন্য নয়, বেঁচে থাকতে চান দুই ছেলের জন্য। তার দুটো কিডনিই ডেমেজ হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন ডাক্তার। মামুন মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার খিলমুরারি গ্রামের মোঃ মোস্তফার ছেলে। দীর্ঘ সময় ধরে তিনি কিডনি সমস্যায় ভুগছিলেন। বেশ কয়েকমাস চিকিৎসাধীন থাকাতে তার চিকিৎসা ব্যয় হয়েছে প্রায় নগদ দুই লক্ষাধিক টাকা। বর্তমানে তার পক্ষে চিকিৎসা ব্যয় বহন সম্ভবপর নয়। ঠিকমত চলছেনা সংসারও। ডাক্তারের ভাষ্যমতে তাকে বাঁচাতে হলে অন্তত একটা কিডনি লাগতে হবে। অথচ দিনমজুর মামুনের দুই ছেলের পড়াশোনা ও সংসার চালাতে খেতে হচ্ছে হিমশিম।
তাকে বাঁচাতে বিত্তবানদের প্রতি আহব্বান জানিয়েছে তার স্বজনরা। মামুনের জন্য অনুদান পাঠাতে যোগাযোগ করুন, হারুন রশিদ- ০১৬১৭৭৮৩৩০১। সাহায্য পাঠানের বিকাশ নম্বর, টিপু সুলতান- ০১৮৬৯৫৪৮২০৩ ও মিজান- ০১৮২০২৯৩৪২৭