দুটিই মেয়ে, নিমতলায় কার্টনে মিলল দুই নবজাতকের লাশ

208

 

চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতলা এলাকা থেকে দুই নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই শিশু দুটির মাতা-পিতাই তাদের কার্টনে ভরে ফেলে দিয়েছেন। কারণ দুটি শিশুই মেয়েশিশু।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ শিশু দুটির কার্টনভর্তি লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, বিকেল চারটার পর স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে আমরা নিমতলা এলাকায় ফোর্স পাঠাই। আমাদের ফোর্স গিয়ে নিমতলা থেকে দুই নবজাতকের মৃতদেহ উদ্ধার করে। দুটি মেয়েশিশুই ছিল সদ্য জন্ম নেওয়া।

মেয়ে সন্তান হওয়ার কারণেই তাদের মেরে ফেললো কিনা— এমন প্রশ্নের উত্তরে ওসি নিজাম বলেন, ‘তদন্ত ছাড়া বলা মুশকিল। আমরা তদন্ত করে দেখছি পিতা-মাতা মেয়ে শিশু জন্মানোয় হত্যা করেছে কিনা। নাকি অন্য কোনো বিষয় আছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here