দুবাইয়ে করোনায় মিরসরাইয়ের এক প্রবাসীর মৃত্যু

311

মিরসরাই প্রতিনিধি
দুবাইয়ে করোনায় আক্রান্ত হয়ে মিরসরাইয়ের মাওলানা আব্দুল কুদ্দুস সুফী (৬১) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় দুবাইয়ের একটা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। নিহত আব্দুল কুদ্দুস মিরসরাই সদর ইউনিয়নের মোটবাড়িয়া এলাকার সুফি মঞ্জিলের সুফি রুহুল আমিনের বড় ছেলে।
নিহতের স্বজন এস এম জাকারিয়া জানান, আমার মামা দুবাইয়ের দেরা শহরের একটি সরকারী মসজিদের ইমাম হিসাবে কর্মরত ছিলেন প্রায় ১৮ বছর। মাত্র অল্প কয়েক মাস আগে তিনি অবসর গ্রহণ করেন। দীর্ঘদিন যাবৎ তিনি হার্ট, কিডনী, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সে দেশের একটি হাসপাতালে আইসিইউতে ছিলেন। সোমবার সকালে জানাযা শেষে দুবাইয়ের দেরা শহরে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ এমরান উদ্দিন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here