দেশে করোনা সংক্রমণ ছাড়াল ৫ লাখ

355

 

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে এক হাজার ১৫৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ১৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত এক হাজার ১৫৩ জনকে নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৭১৩ জন। আরো ৩৮ জনসহ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে সাত হাজার ২৮০ জন।

গত এক দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো দুই হাজার ২৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে চার লাখ ৩৭ হাজার ৬১৪ জন হয়েছে।

দেশে করোনার প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। সংক্রমণের ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনে করোনার উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here