দেশে নতুন মৃত ১৪, আক্রান্ত ৮৮৭

260

 

দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৮৮৭ জনের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৪ হাজার ৬৫৭ জনে দাঁড়িয়েছে। আরো ১৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে রোববার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ৬৪২টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৫ হাজার ৭০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় একদিনে দেশে রেকর্ড ৮৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন করে মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১০ জন পুরুষ এবং চারজন নারী বলে জানান নাসিমা সুলতানা।

এছাড়া নতুন করে ২৪ ঘণ্টায় আরো ২৩৬ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হওয়ায় মোট ২ হাজার ss৬৫০ জন সুস্থ হয়েছেন বলেও জানান তিনি।

বিশ্বে মৃতের সংখ্যা ২ লাখ ৮০ হাজার ছাড়াল

করোনাভাইরাস মহামারিতে রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮০ হাজার ৪৩১ জনে। এ পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪১ হাজার ৪৭৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ২৩ লাখ ৭৮ হাজার ৮২৩ জনের মধ্যে স্থির অবস্থায় রয়েছেন ২৩ লাখ ৩১ হাজার ১৪২ জন, যা মোট আক্রান্তের ৯৮ শতাংশ। এছাড়া, বর্তমানে আক্রান্ত ৪৭ হাজার ৬৮১ জন গুরুতর অবস্থায় রয়েছেন, যা মোট রোগীর মাত্র দুই শতাংশ।

গত বছরে ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৭২৯ জন।

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশে নতুন করে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৪ জনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here