বাংলাদেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তাদেরকে কোয়ারেনটাইনে রাখা হয়েছে বলেও জানায় সংস্থাটি।
আজ রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন আইইডিসিআরের মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি জানান, আক্রান্তদের মধ্যে একজন নারী এবং দুজন পুরুষ। তাদের মধ্যে পুরুষ দুজন ইতালিফেরত বাংলাদেশি।
তিনি আরও বলেন, ‘আক্রান্তদের মধ্যে এক পরিবারের দু’জন সদস্য আছেন। বিদেশ ফেরত সদস্য থেকে তার শরীরে করোনার সংক্রমণ হয়েছে। আক্রান্তদের বয়স ২০-৩৫ বছর।’
করোনাভাইরাস আক্রান্তদের শারীরিক অবস্থা ভালো, তাদেরকে হাসপাতালে কোয়ারেনটাইন করে রাখা হয়েছে বলেও জানান আইইডিসিআর মহাপরিচালক।