নগরীর পুরাতন রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে আট পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আট ছিনতাইকারী হলো- মো. বদিউল আলম প্রকাশ বদি (২৬), মো. তারেক (২৭), মো. মামুন (২২), জুয়েল দাশ (২৬), মো. আসিফ হোসেন প্রকাশ সাকিব (২০), মেহেদী হাসান (২৩), রিপন দত্ত (২০), মো. সোহেল (২৫)।
সোমবার (০৫ অক্টোবর) ভোরে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, ছয়টি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, পুরাতন রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে আট পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, ছয়টি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।