এক তরুণীর ফেসবুক আইডি হ্যাক করে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করায় মোঃ খালেদ মাহমুদ (১৮) নামে এক কথিত হ্যাকার (প্রতারক) গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত খালেদ মাহমুদ নগরীর সিটি বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
গতকাল বুধবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় নগরীর সদরঘাট থানার আলকরন বালিকা স্কুলের সামনে সিটি কর্পোরেশন এপার্টমেন্ট এর পিছনে ৭/এ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
সে জেলার লোহাগাড়া উপজেলার মিয়াজিপাড়া গ্রামের কুয়েত প্রবাসী মোঃ মফিজুর রহমানের ছেলে।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুুলিশ কমিশনার জনাব মোঃ মিজানুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
সুত্র পাঠক নিউজ