নতুন ২৫৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, নারীর মৃত্যু

327

ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৪ জন নতুন রোগী। এর মধ্যে ঢাকায় ৬১ জন এবং বাকি ১৯৩ জন দেশের অন্যান্য এলাকায় ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

সরকারি তথ্যমতে, গত জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৯০ হাজার ৭৯৯ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৮৯ হাজার ২১৮ জন।

বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগে ভর্তি রোগী আছেন ১ হাজার ৩৩৯ জন। তাদের মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৪৬৬ জন।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ বছর ডেঙ্গু সন্দেহে ২৪২টি মৃত্যুর তথ্য পেয়েছে। এর মধ্যে সংস্থাটি এ পর্যন্ত ১৩৬টি মৃত্যু পর্যালোচনা করে ৮১টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

এদিকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে বুধবার এক নারীর মৃত্যু হয়েছে। মৃত রাফি (৪৫) গোপালগঞ্জ জেলার মতির স্ত্রী।

খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডেঙ্গু আক্রান্ত রাফি মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১১টার দিকে তিনি মারা যান। সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here