মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিরসরাইয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৯ মার্চ) উপজেলা, মিরসরাই ও বারইয়ারহাট পৌর ছাত্রদলের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুর্গাপুর এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন ভুঁইয়া টিটুর নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে,ছাত্রনেতা মিনহাজ উদ্দিন সোহান, মো. পারভেজ,জেলা ছাত্রদলের সদস্য আবদুল্লা আল জুবায়ের, শান্ত বড়ুয়া সাব্বির, প্রিয়ন্ত দাশ, তানভীর হোসেন, নিশাত হোসেন, মো. আরমান, মেহেরাব হোসেন,শাফায়েত শুভ,তসলিম উদ্দিন,সাখাওয়াত হোসেন সাকিব সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে মিনহাজ উদ্দিন টিটু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অবিভাবক দেশনায়ক তারেক রহমান ছাত্রদলের যে কমিটি ঘোষণা দিয়েছেন সেই কমিটি তৃণমূলের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।এই কমিটির কারণে তৃণমূল ছাত্রদল আবার জেগে উঠেছে। স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের মাধ্যমে এই কমিটির সফলতা বয়ে আনবে।