নাপিত্তাছড়া ঝর্ণায় আরও এক পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ ১

46

 মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের নাপিত্তাছড়া ঝর্ণা এলাকা থেকে মাসুদ আহমেদ তানভীর নামের আরো এক পর্যটকের লাশ উদ্ধার করেছে মিরসরাই পুলিশ। এ নিয়ে দুইজনের লাশ উদ্ধার করা গেলেও এখনো তৌফিক আহমেদ তারেক নামে আরও এক পর্যটক নিখোঁজ রয়েছেন। সোমবার (২০ জুন) বিকাল ৪টায় উপজেলার মসজিদিয়া মাসিমার তালুক খাল থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত তানভীর নগরের হালিশহর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নিখোঁজ তানভীর ও তারেক আপন দুই ভাই। তারা চট্টগ্রাম নগরীর হালিশহর বি ব্লকের বাসিন্দা। তবে তাদের গ্রামের বাড়ি মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের হাবিলদার বাসা এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি। এর আগে গতকাল রোববার (১৯ জুন) সন্ধ্যায় মো. ইশতিয়াক উর রেহমান খান (২২) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে মিরসরাই থানা পুলিশ। এখনও তৌফিক আহমেদ তারেক নামের আরো এক পর্যটক নিখোঁজ রয়েছে। তারা রোববার বেলা ১১টায় নাপিত্তাছড়া ঝর্ণায় ৩ বন্ধু মিলে ঘুরতে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here