নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

476

::বিএম নিউজ ডেস্ক::

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনিকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর পল্টন এলাকা থেকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর ছোট ভাই মহিবুর রহমান রানা। এরপর থেকে তাঁর মুঠোফোন নম্বর বন্ধ রয়েছে। আজ রোববার সকাল পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে ডিবি পুলিশ গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করেছে।

মশিউরের ছোট ভাই মহিবুর রহমান বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে তাঁর মুঠোফোন নম্বরে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে জানান, মশিউর রহমানকে রাজধানীর পল্টন এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে একটি কালো হাইয়েস মাইক্রোবাসে তুলে নেওয়া হয়েছে। ওই ব্যক্তি আমাকে ফতুল্লা মডেল থানায় যোগাযোগ করতে বলে লাইনটি কেটে দেন। পরবর্তী সময়ে তাঁর ব্যবহৃত নম্বরে ফোন দিলে তা বন্ধ পাই। তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ। কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।’

মহিবুর রহমান বলেন, ‘মশিউর রহমান রনি জেলা ছাত্রদলের সভাপতি। সে ঢাকায় থাকত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টির বেশি মামলা রয়েছে। অজ্ঞাত ওই ব্যক্তির নম্বরে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়। ফতুল্লা মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসে যোগাযোগ করা হলেও তারা রনিকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেনি।’

জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম বলেন, ‘রনিকে গ্রেপ্তারের বিষয়টি আমার জানা নেই। ডিবি পুলিশের কেউ তাকে গ্রেপ্তার করেনি।’

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, মশিউর রহমান রনি নামের কাউকে ফতুল্লা মডেল থানার পুলিশ গ্রেপ্তার করেনি। তিনি বলেন, রনির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here