নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে শ্রমিক-কর্মচারি ও কর্মকর্তাদের নিয়ে নাহার এগ্রো গ্রুপের মাসব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের পুরষ্কার বিতরণী, ফ্যামেলী ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে নাহার এগ্রো ফিডমিলের আয়োজনে মোট ১৩টি ইভেন্টে অংশগ্রহণ করে বিজয়ী ১৬০ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে নাহার এগ্রো গ্রুপের ডিজিএম আলাউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রকিবুর রহমান টুটুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা রেজাউল করিম নোমান, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এম মাঈন উদ্দিন, সাংবাদিক নাছির উদ্দিন ও কামরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার অপারেশন মো. মেহেদী হাসান, ম্যানেজার এডমিন ফাহিম উদ্দিন ভূঁইয়া,এজিএম (কিউসি)মঈন উদ্দিন, ম্যানেজার প্রোডাক্টন রাশেদুল আলম, সহকারি ম্যানেজার একাউন্টস শান্ত বড়ুয়া, ম্যানেজার পরিবহন আবদুল আজিজ এবং ম্যানেজার আবদুল হকসহ নাহার এগ্রোর কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।