মিরসরাই প্রতিনিধি
নাহার এগ্রো গ্রুপ দ্বিতীয় প্রফেশনাল গল্ফ টুর্নামেন্ট ২০১৯ এর শুভ উদ্বোধন হয়েছে। ১০ ফেব্রুয়ারি এ প্রথম প্রফশনাল গল্ফ টুর্নামেন্ট ভাটিয়ারী গল্ফ এন্ড কান্টি ক্লাবে শুরু হয়। টুর্নামেন্টে দেশের সেরা ৭৩ জন প্রফেশনাল, অ্যামেচার ১৪ এবং বিদেশী ০১ জন সহ ৮৮ জন প্লেয়ার অংশগ্রহন করে। টুর্নামেন্ট উদ্বোধন করেন ভাটিয়ারী গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল এস এম মতিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাহার এগ্রো গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক রকিবুর রহমান(টুটুল), ক্লাবের সহ-সভাপতি (অর্থ ও প্রাসন) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামসুজ্জামান, টুর্ণামেন্ট ডাইরেক্টর, সহ-সভাপতি বাংলাদেশ প্রফেশনাল গল্ফ এসোসিয়েশনের তাহের জামিল চৌধুরী, গল্ফ ক্যাপ্টেন লিয়াকত আলী চৌধুরী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ফরিদ উদ্দিন। ৪দিন দিনব্যাপী ভাটিয়ারী গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় ও সহযোগিতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের প্রাইজমানি ১০ লক্ষ টাকা।
আগামী ১৩ ফেব্রুয়ারি টুর্নামেন্টের সমাপ্তি এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।