
মিরসরাই প্রতিনিধি
সলিমউদ্দিন চৌধুরী (বাহার) নামের স্মৃতিশক্তি দূর্বল লোকটি গত বুধবার (৬নভেম্বর) ভোরে ফজরের নামাজে শেষে তিনি আর বাসায় ফেরেননি। একা চলাফেরা করতে দেয়া না হলেও তিনি নামাজ শেষে প্রতিদিন বাসায় ফেরেন। কিন্তু সে দিন আর আসেনি। তবে নিজের নাম এবং গ্রামের নাম বলতে পারেন। বয়স ৬৫বছর।
তার পরনে ছিলো সাদা পাঞ্জাবি, সাদা টুপি, লুঙ্গি ও পাশে লাল স্পন্সের স্যান্ডেল। তিনি ঢাকার মিরপুর ২ এর মনিপুরের বাসায় থাকেন। তার গ্রামের বাড়ি মিরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের গাজীটোলা গ্রামে। এই বিষয়ে মিরপুর থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। যদি কোন সহৃদয়বান ব্যক্তি উনার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিন্মলিখিত নম্বরে যোগযোগ করুন।
যোগাযোগঃ-
০১৭১১৭৩১১৬৯
০১৮১৭০৪১১৮৯
০১৭১২২০৮৭৫৫
